সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
সারা দেশব্যাপী সংবাদ কর্মী নিয়োগ চলছে আগ্রহী প্রার্থীগণ আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন অথবা মেইল করুন mbhasnain.a.t@gmail.com

দৌলতখানে মায়ের পিঠুনিতে সন্তানের মৃত্যু

রিপোর্টার নাম / ৭ সময়
প্রকাশ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ২:৩১ অপরাহ্ন

 

দৌলতখান ভোলা প্রতিনিধি,

ভোলার দৌলতখানে স্কুল পড়ুয়া ১২ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করছে পুলিশ।
অভিযোগ রয়েছে মায়ের নির্মম আঘাতে শিশুটি মৃত্যু হয়।

তবে পরিবারের কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি।

রবিবার (২১ এপ্রিল)  রাত অনুমান ১০টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের ২নং ওয়ার্ডের মুরাদ হাওলাদার বাড়িতে এঘঠনা ঘঠে।

স্থানীয়রা জানায়, ছায়েদ আলীর ছেলে রমজান নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে মর্মে মায়ের ডাকচিৎকারে এলাকাবাসী এ ঘটনা শুনতে পায়।

রাতেই খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মৃত রমজানের মা ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এলাকাবাসী জানান, রমজানের বাবা ছায়েদ আলী একটি মামলায় জেলহাজতে থাকার সুবাদে শিশুপুত্র রমজান নিজ পানবরজ থেকে মায়ের অজান্তে পান সংগ্রহ করে বিক্রি করে পকেট খরচ চালাতো। এ ঘটনা মা ফাতেমা বেগম জানতে পেরে ৩-৪ দিন আগে ছেলে রমজানকে শিকল দিয়ে বেঁধে রেখে ব্যাপক মারধর করে।

রবিবার সকালে মায়ের সম্মতিতে বরজ থেকে পান নিয়ে বোরহানগঞ্জ বাজারে নিয়ে বিক্রি করে মায়ের কাছে টাকা ফেরত দিয়ে অবশিষ্ট না থাকায় বিকালবেলা আবারো পানবরজে গিয়ে কিছু পান সংগ্রহ করার সময়ে মায়ের হাতে ধরা পড়ে যায়। পরে সেখান থেকে নিয়ে আবারো ব্যাপক মারধর করেন মা।
স্থানীয়রা আরো বলেন,
এদিকে মায়ের নির্মম নির্যাতনে শিশু ছেলে রমজানের মৃত্যুর ঘটনাটি ধামাচাঁপা দিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে মর্মে প্রচার চালায় মা। ১২ বছরের ছোট শিশু ঘরের মধ্যে মায়ের উপস্থিতিতে কিভাবে আত্মহত্যা করেছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকাবাসী শিশু রমজানের মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন করে মায়ের বিচার দাবি করছেন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে হত্য নাকি আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Theme Created By ThemesDealer.Com